বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় বিস্তর অভিযোগ

0
0

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি হাসপাতালগুলোতে করোনার চিকিৎসা খরচ নিয়ে রোগীর স্বজনরা জানিয়েছেন বিস্তর অভিযোগ। অনেক বেশি বিল আদায় করা হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। তবে বেসরকারী মালিক সমিতি বলছে, কোভিড চিকিৎসা ব্যবয়বহুল হওয়ায় বিল নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখতে কাজ করছে পর্যবেক্ষণ কমিটি।

করোনা আক্রান্ত বাবাকে প্রথমে রাজধানীর বেসরকারী এভার কেয়ার ও পরে আনোয়ার খান মর্ডান হাসপতালে ভর্তি করিয়েছিলেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি। তাঁর অভিযোগ দুই হাসাপাতালেই চিকিৎসায় ছিলো অবহেলা। ফলে হারাতে হয়েছে তাঁর বাবাকে।

এমন অভিযোগ অনেকের। রোগীর স্বজনদের অভিযোগ, করোনাকালেও ব্যবসাকেই বড় করে দেখছে বেসরকারী হাসপাতাল মালিকরা।

প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল মালিক সমিতির সভাপতি মুবিন খান জানিয়েছেন, এসব হাসপাতালে চিকিৎসা ব্যায় কিছুটা বেশি।

কোনো বেসরকারী হাসপাতাল বা ক্লিনিক যেনো রোগীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় না করতে পারে, সে বিষয়ে নজরদারী করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

আলোচনার মাধ্যমে দেশের বেসররকারি চিকিৎসা সেবাকে সাশ্রয়ী করার চেষ্টা চলছে বলেও জানিয়েছন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here