চেয়ারম্যানসহ রিজেন্টের ১৭ জনের বিরুদ্ধে মামলা

0
0

নিজস্ব প্রতিবেদক: নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেয়ার ঘটনায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম‌্যান মো. শাহেদকে প্রধান আসামি করে মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব। আজ মঙ্গলবার এই মামলা দায়ের করা হয়।

এদিকে, অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতালের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনার উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে আসা রোগীদের কাছ থেকে নমুনা ও টাকা রাখতো রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু পরীক্ষা না করেই মনগড়া রিপোর্ট দিতো তারা। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল (সোমবার) হাসপাতালটির মিরপুর ও উত্তরা শাখায় অভিযানে যায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলা অভিযানে হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এ সময় অবৈধ র‌্যাপিড টেস্টিং কিট ও একটি গাড়ি জব্দ করা হয়। আটক করা হয়েছে হাসপাতালটির ৮ কর্মকর্তাকে। যদিও হাসপাতালটির চেয়ারম্যান মো. শাহেদ এখনও গ্রেফতার হয়নি।

রাতে বিরতি দিয়ে সকালে আবারো অভিযান চালায় র‌্যাব। নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়সহ উত্তরা ও মিরপুর হাসপাতালের দুটি শাখা সিলগালা করে দেয় র‌্যাবের ভ্রাম্যমান আদালত। র‌্যাব জানিয়েছে নমুনা সংগ্রহ করে তারা পরীক্ষা না করে ফেলে রাখতো।

এছাড়াও হাসপাতালটির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় ও রোগীদের হয়রানির অভিযোগ রয়েছে বলেও জানায় র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here