শতাব্দী সেরা হওয়ায় সাকিবকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

0
0

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের সফল ক্রিকেটার সাকিব আল হাসান এই শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন ক্রিকেট মান্থলি এই স্বীকৃতি দেয় সাকিবকে। দেশের ছেলের এমন স্বীকৃতি পাওয়ায় সাকিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

শুভেচ্ছা বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন ‘উইজডেন’ এর গবেষণায় একুশ শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়ায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।’

জাহিদ আহসান আরও বলেন, ‘কোভিড-১৯’র এ দুঃসময়ে এটি অত্যন্ত বড় সুখবর। এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। সাকিবের এই অর্জনের মধ্যে দিয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান অরও সুদৃঢ় হলো। আমি আশা করি, সাকিব অচিরেই মাঠে ফিরে বরাবরের ন্যায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করবে।’

সরকার সবসময় সাকিবের পাশে আছে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, সাকিব আল হাসান তার সাফল্যের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অক্ষুন্ন রাখবে। সাকিব তার মেধা, যোগ্যতা, পরিশ্রম ও চেষ্টার ফলে আজকের এ অবস্থানে আসতে পেরেছেন।’

‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচন করেছে উইজডেন মান্থলি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শতাব্দীর সেরা ১০ ক্রিকেটার করে বেছে নিতে ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজের সঙ্গে যৌথ গবেষণা করেছে ক্রিকেটের বিখ্যাত ম্যাগাজিন উইজডেন ক্রিকেট মান্থলি।

এই প্রক্রিয়ায় ম্যাচে ক্রিকেটারের কতটা অবদান ছিল তা মূল্যায়ন করা হয়েছে। এই প্রক্রিয়া শেষে দেখা গেছে, ওয়ানডেতে শতাব্দীর দ্বিতীয় সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব। টেস্টেও ষষ্ঠ স্থানে আছেন তিনি।

উইজডেন ক্রিকেট মান্থলির টেস্টে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হলেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ওয়ানডেতে সেরা খেলোয়াড় ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। টি-টোয়েন্টিতে সেরা হলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here