‘প্রমাণ নেই’, বিশ্বকাপ ফাইনালের ফিক্সিং তদন্ত বন্ধ করল শ্রীলঙ্কা

0
0

কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়দের বিরুদ্ধে ওটা ২০১১ সালের বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে ‘বিক্রি করে’ দেওয়ার অভিযোগের তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ সিদ্ধান্তের কথা জানান শ্রীলঙ্কা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা।

বিশ্বকাপের ফাইনালে ফিক্সিংয়ের অভিযোগ তদন্তে চলতি সপ্তাহে সাবেক নির্বাচক অরভিন্দ দি সিলভা, সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা, ওপেনিং ব্যাটসম্যান উপুল থারাঙ্গাসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে শ্রীলঙ্কা পুলিশ।

পুলিশের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা এএফপিকে বলেন, “আমরা তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট। তদন্ত এখানেই বন্ধ করা হলো।”

“ফাইনালের স্কোয়াডে যেসব পরিবর্তন আনা হয়েছিল সে ব্যাপারে তারা যুক্তিসংগত ব্যাখ্যা দিয়েছেন। তাতে আমরা কোনো অপরাধের প্রমাণ পায়নি।”

ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে একাদশে চারটি পরিবর্তন নিয়ে নেমেছিল শ্রীলঙ্কা। ম্যাচটিতে শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতের কাছে ৬ উইকেটে হেরে যায় তারা।

ওই বিশ্বকাপের সময়ের শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে গত ১৮ জুন অভিযোগ করেছিলেন, ২০১১ বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করেছে তার দেশ। সেখানে ক্রিকেটারদের কেউ কেউ জড়িত বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সেই অভিযোগের সূত্রেই তদন্ত শুরু করেছে লঙ্কান পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here