ভয় দেখিয়ে বিএনপিকে দমানো যাবে না : রিজভী

0
0

নিজস্ব সংবাদদাতা: ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে সরকার দমিয়ে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এ অভিযোগ করেন তিনি। সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বিদ্যুত-জ্বালানির দাম বৃদ্ধি করা যাবে না’ শীর্ষক ব্যানারে এই মানববন্ধন হয়।

বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো সংক্রান্ত বিলের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে জনগনের টাকা ভর্তুকি দেয়া হয়েছে। ভয় দেখিয়ে অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত রাখা যাবেনা বলেও জানান রিজভী।

রিজভী অভিযোগ করে বলেন, আমাদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রয়েছে। ত্রাণ দিতে গেছি, ত্রাণ কেড়ে নিয়েছে। এই ভয়ংকর দুর্ভিক্ষের ছায়া যখন নেমেছে এর উপরেও চলছে এই পরিস্থিতি। কথা বলা যাবে না অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদ করা যাবে না অন্যায়ের বিরুদ্ধে, এমন কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা জানি আমাদের বিরুদ্ধে আঘাত এসেছে, বছরের বছরের পর কারাগারে থেকেছি। কিন্তু তারপরও আমাদের কণ্ঠকে রুদ্ধ করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here