করোনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মৃত্যু

0
0

নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী আজ সকালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

জানা গেছে, গত ২৯ মে ৫৭ বছর বয়সী আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। আজ সোমবার সকাল ৯টা ৩৫ মিনিটে আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মো. ভাষানী মির্জা জানান, আজ সকাল ৮টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সকাল ৯টা ৩৫ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর স্বাস্থ্যের অবনতি হলে গত ৬ জুন তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় এবং পরে গত ১৭ জুন থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু অবস্থার আরো অবনতি হলে গত ১৮ জুন থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এর মধ্যেই আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে প্লাজমা দেয়া হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী সব ধরনের চিকিৎসা দেওয়া হয়েছিল তাঁকে।

আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর ভাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here