ঢাবিতে জুলাই থেকে অনলাইনে ক্লাস শুরু

0
0

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের অসুবিধা বিবেচনা করে শুরুতে অনাগ্রহী হলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমার কোনো আভাস না দেখে এই অনলাইনে ক্লাস শুরু করছে এই প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়র উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ বা ইনস্টিটিউটের প্রধানদের নিয় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় নতুন সিদ্ধান্ত আসে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ইতোপূর্বে ডিন’স কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও অনেক বিভাগ বা ইনস্টিটিউট অনলাইনে ক্লাস নেয়াসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রেখেছে।

অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ইতোমধ্যেই আমাদের অনেক ডিপার্টমেন্ট অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রেখেছেন। তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা এখনও শুরু করেননি, তাদের আগামী ১ থেকে ৭ জুলাইয়ের মধ্যে শুরু করতে বলা হয়েছে।’

এছাড়া সভায় অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে নীতিমালা প্রণয়ন, তথ্য-প্রযুক্তি অবকাঠামো নির্মাণ ও আর্থিক সংশ্লেষণসহ আনুষঙ্গিক বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য প্রো-উপাচার্যকে (শিক্ষা) প্রধান করে একটি কমিটি গঠন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here