চীনা প্রেসিডেন্টের রহস্যময়ী মেয়ে, আড়ালে থাকতেই পছন্দ তার

0
0
যেকোনো দেশপ্রধানের সন্তানরাও থাকেন নানা আলোচনায়, তাদের নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। জনপ্রিয়তার কারণে তাদের থাকে অসংখ্য ভক্তও। ফলে সংবাদমাধ্যমগুলো তাদের নিয়ে প্রতিনিয়ত আপডেট দিতে থাকে।

তবে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি দেশ চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মেয়ে শি মিংজে থাকেন সবকিছু থেকে একেবারে আড়ালে। তাকে নিয়ে তেমন একটা আলোচনাও কোথাও দেখা যায় না। মিংজের রহস্যময় জীবনযাপন নিয়ে এখন পর্যন্ত খুব বেশি জানাও যায় না।

তার সম্পর্কে এ যাবত প্রকাশিত তথ্য নিয়ে অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েবসাইট নিউজ ডট কম ডট এইউ একটি প্রতিবেদন প্রকাশ করে।

জানা যায়, শি চিনপিং ও তার দ্বিতীয় স্ত্রী চীনের বিখ্যাত লোক সংগীত শিল্পী পেং লিউয়ানের একমাত্র সন্তান মিংজে। ২৭ বছর বয়সী মিংজের জন্ম ১৯৯২ সালের ২৭ জুন। তার ডাক নাম শিয়াও মুজি। দাদা কমিউনিস্ট বিপ্লবী ও সাবেক সরকারি কর্মকর্তা শি জংজুন তার এই ডাক নাম রেখেছিলেন ।

 

হাংজু ফরেন ল্যাঙ্গুয়েজেস স্কুলে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নের সময় তিনি ফরাসি ভাষা শিখেন। বই পড়া ও ফ্যাশন নিয়ে কাজ করা তার শখ। ব্যক্তি হিসেবে তিনি বেশ সরল ও মার্জিত। ২০১০ সালে তাওয়ানের চায়না টাইমস তার সম্পর্কে এমন তথ্য প্রকাশ করে।

২০০৮ সালে সিচুয়ানে ভয়ংকর ভূমিকম্পের সময় মিংজের বয়স ছিল ১৬ বছর। সেসময় স্কুলে এক সপ্তাহের ছুটির আবেদন করেছিলেন তিনি। দুর্যোগে ত্রাণ কার্যক্রম ও দুর্গতদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন মিংজে। সাতদিন ধরে সিচুয়ান প্রদেশে কাজ করেন তিনি। ওই সময় তার মা স্থানীয় একটি সংবাদমাধ্যমকে এমনটা জানিয়েছিলেন।

প্রেসিডেন্টের মেয়ে হওয়ার কারণে কঠোর নিরাপত্তার মধ্যে থাকেন মিংজে। তার সঙ্গে থাকে সার্বক্ষণিক চীনা দেহরক্ষী। তার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দিয়ে থাকেন শি চিনপিং

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানায়, ২০১০ সালে ছদ্মবেশে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছিলেন মিংজে। তবে ২০১২ সালের আগ পর্যন্ত খুব কম লোকই বিষয়টি সম্পর্কে জানতো। সে বছরই মার্কিন সংবাদমাধ্যমটি বিষয়টি প্রকাশ করে।

 

যুক্তরাষ্ট্রে মিংজে মনোবিজ্ঞান ও ইংরেজি নিয়ে পড়াশোনা করেন এবং ২০১৪ সালে ব্যাচেলর অব আর্টস গ্র্যাজুয়েট হন। এরপর বেইজিং ফিরে আসেন তিনি। হার্ভার্ডে পড়াশোনার সময় মিংজের প্রকৃত পরিচয় জানতেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঘনিষ্ঠ বন্ধু মিলিয়ে দশ জনের কম লোক।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অন সানডে’র এক সাংবাদিক মিংজের পরিচিত কয়েকজনের মাধ্যমে তার সম্পর্কে কিছু তথ্য দেন। এতে এক সহপাঠী ও চীনা লেখক পত্রিকাটিকে বলেছিলেন, মিংজে বই পোকা ও বেশ শান্ত স্বভাবের। চীনা প্রেসিডেন্টের মেয়ে হলেও বিশ্ববিদ্যালয়ে সব ধরনের আনুষ্ঠানিকতা ও জৌলুসপূর্ণ জীবনযাপন এড়িয়ে চলেন তিনি।

মেইল অন সানডের প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর চিনপিং নিয়ে সমালোচনা তৈরি হয়। ওই প্রতিবেদন সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছিল। সেসময় প্রশ্ন ওঠে চীনা প্রেসিডেন্টের সরকারি বেতন মাত্র ১৩ হাজার ডলারের মতো। এরপরেও কীভাবে লাখ লাখ ডলার খরচ করে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছেন।

 

ফার্স্ট পোস্ট এক প্রতিবেদনে জানায়, ২০১৩ সালে শি চিনপিং ক্ষমতা গ্রহণের পর ২০১৫ সালে তিনি বাবা-মায়ের সঙ্গে প্রথম প্রকাশ্যে আসেন। ওই সময় চীনা নববর্ষে শানশি প্রদেশের ইয়ানানের একটি গ্রামে স্থানীয়দের তারা শুভেচ্ছা জানান। এই ইয়ানানেই সত্তরের দশকে ছয় বছর কাটিয়েছিলেন চিনপিং, সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়।

এরপর থেকে মিংজে সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। বলতে গেলে প্রায় নীরবেই জীবন কাটাচ্ছেন তিনি। তবে ইতিমধ্যে মিংজেকে তার বাবার উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, পারিবারিক ধারা মেনে তিনি রাজনীতিতে পা রাখবেন। তবে তার ভবিষ্যত ক্যারিয়ার বিষয়ে এখনো নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here