এশিয়া কাপ যথা সময়েই হবে : পিসিবি

0
0

নির্ধারিত সময়েই এশিয়া কাপ ক্রিকেট হবে জানিয়ে দিলেন পাকিস্তানের প্রধান নির্বাহী ওয়াসিম খান। কোথায় হবে, সেটিও স্পষ্ট করেছেন তিনি। ওয়াসিম জানান, শ্রীলংকা বা আরব আমিরাতে হবে আগামী এশিয়া কাপ। তার এ বক্তব্যে স্পষ্ট হয়ে গেল, পাকিস্তানের মাটিতে আগামী এশিয়া কাপ হচ্ছে না। অথচ আগামী এশিয়া কাপের আয়োজক ছিলো পাকিস্তানই।

করাচিতে আজ এক সংবাদ সম্মেলনে ওয়াসিম বলেন, ‘এশিয়া কাপ যথা সময়েই হবে। আমরা সেপ্টেম্বর বা অক্টোবরে এশিয়া কাপ দেখতে পারি। ২ সেপ্টেম্বর ইংল্যান্ড থেকে ফিরবে পাকিস্তান ক্রিকেট দল। এরপরই এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

শ্রীলংকা কিংবা আরব আমিরাতে এশিয়া কাপ হবে জানিয়ে ওয়াসিম বলেন, ‘আমরা এশিয়া কাপ নিয়ে আশাবাদী। শ্রীলংকা বা আরব আমিরাতে হবে এশিয়া কাপ। শ্রীলংকায় করোনাভাইরাস খুব বেশি ছড়ায়নি। তবে শ্রীলংকা যদি না পারে, তাহলে আরব আমিরাত প্রস্তুত আছে।’

এশিয়া কাপের পরপরই নির্ধারিত হয়ে আছে টি-২০ বিশ্বকাপের সূচি। ঐ দু’টি আসরের পাশাপাশি নিজেদের সূচি নিয়েও পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। ওয়াসিম বলেন, ‘আমরা ডিসেম্বরে জিম্বাবুয়েকে ঘরের মাঠে স্বাগত জানাবো। এরপর নিউজিল্যান্ড সফরে যাবো। জানুয়ারি-ফেব্রুয়ারিতে টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে পাকিস্তানে আসবে দক্ষিণ আফ্রিকা।’

আর নভেম্বরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি পাঁচ ম্যাচের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে পিসিবির, বলে জানান ওয়াসিম। বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here