ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হওয়ার আহ্বান মাশরাফীর

0
0

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে এই মহামারির সময়ে সবাইকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন দেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা।

শনিবার খবর আসে দেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন বিকেলে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে মাশরাফী নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।

মাশরাফী মুখে মাস্ক পড়া নিজের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।’

এরপর সবার উদ্দেশ্যে মাশরাফীর বার্তা, ‘আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।’

মাশরাফী জানান, বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছেন তিনি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছেন। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধিতে জোর পরামর্শ মাশরাফীর।

এর আগে, গত ১৫ জুন করোনা পজিটিভ হন মাশরাফীর শাশুড়ি হোসনেয়ারা সিরাজ; আক্রান্ত স্ত্রী সুমনা হক সুমির এক বোনও।

করোনাভাইরাস সংকটের শুরু থেকেই নড়াইলের মানুষের সাহায্যার্থে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে প্রশংসিত হন মাশরাফী। ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে মাশরাফী নিজেই এবার আক্রান্ত হলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here