খুলে দেওয়া হচ্ছে মক্কার মসজিদ

0
0

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মক্কা নগরীতে ১ হাজার ৫৬০টি মসজিদ রোববার থেকে আবারও খুলে দেওয়া হচ্ছে। প্রায় তিন মাস বন্ধ থাকার পর কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ মসজিদগুলো খোলা হচ্ছে। গেল মাসে সৌদির বিভিন্ন শহরের মসজিদ খুলে দেওয়া হলেও মক্কার মসজিদ সাধারণ জনগণের জন্য বন্ধ ছিল। রোববার ফজরের ওয়াক্ত থেকে মসজিদ খুলে দেওয়া হচ্ছে। খবর গলফ নিউজ’র।

দেশটির ইসলাম সংক্রান্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মক্কার মসজিদগুলো খুলে দেওয়ার শর্ত হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রত্যেক মুসল্লিকে জায়নামাজ সঙ্গে নিয়ে এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।

এর আগে মক্কার মসজিদগুলোতে সাধারণ মুসল্লিদের জন্য নামাজ বন্ধ থাকাকালীন প্রতিটি মসজিদ জীবাণুমুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছিল মন্ত্রণালয়। একই সঙ্গে মুসল্লিরা কত দূরত্বে দাঁড়াবেন তাও কার্পেটের উপর এঁকে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here