চীনের রাজধানী বেইজিংয়ে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বেইজিংয়ের এয়ারপোর্টগুলো ১২০০-র বেশি ফ্লাইট বাতিল করেছে। বুধবার তড়িঘড়ি করে স্কুলও বন্ধ করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
চীনের সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম পিপলস ডেইলি জানিয়েছে, বুধবার সকালে নির্ধারিত ১২৫৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া এসব ফ্লাইটের শতকরা ৭০ ভাগ বেইজিংয়ের প্রধান বিমানবন্দরে অবতরণ এবং সেখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। গত সপ্তাহের বেইজিংয়ের সবচেয়ে বড় পাইকারি বাজারে শিনফাদি মার্কেটে করোনা রোগী শনাক্ত করা হয়। এরপর মার্কেটের সবাইকে পরীক্ষার পর অন্তত শতাধিক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পাওয়া। এমন পরিস্থিতিতে যুদ্ধকালীন জরুরি অবস্থা জারি করে শহরের কর্তৃপক্ষ। শুরু হয় ব্যাপক পরীক্ষা।
ইতোমধ্যেই ৩০টি আবাসিক এলাকাকে পুরোপুরি সিল করে দেয়া হয়েছে। শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, দিনে ৯০ হাজার পরীক্ষা করা হচ্ছে। প্রতিটি বাজারে খাদ্যসামগ্রীর দোকানের মালিক, ম্যানেজার ও কর্মচারীদের করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষা করা হবে সব রেস্টুরেন্ট কর্মী ও সরকারি ক্যান্টিনের কর্মীকেও। শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারও নতুন করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে কাউকে বেইজিং না ছাড়ার আহ্বান জানিয়েছে কর্মকর্তারা। তবে দেশটিতে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ ঘটতে পারে বলে ব্যাপকভাবে আশঙ্কা করা হচ্ছে।