নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ব্যাংক কর্মকর্তা এবং এক ব্যবসায়ী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রিয়াজউদ্দিন বাজার তামাকুমণ্ডি লেন বণিক সমিতির সভাপতি শামশুল আলম। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর সার্জিস্কোপ ইউনিট-২ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
তামাকুমণ্ডি লেন বণিক সমিতির অর্থ সম্পাদক আবদুল আলীম বলেন, জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন সমিতির সভাপতি শামছুল আলম। গত রোববার রাতে তাকে ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে সোমবার বিকেল ৩ টার দিকে সার্জিস্কোপ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
শামছুল আলম মৃত্যুকালে ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার দুপুরের পর সাতকানিয়ায় গ্রামের বাড়িতে তার জানাজা ও দাফন হবে বলে জানিয়েছেন তামাকুমণ্ডি লেন বণিক সমিতির অর্থ সম্পাদক আবদুল আলীম।
এদিকে, ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের এভিপি মোহাম্মদ ঈসা (৫৭) সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
ইসলামী ব্যাংকের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আমিরুল ইসলাম জানান, মোহাম্মদ ঈসা প্রথমে মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। নমুনার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
মেট্রোপলিটন হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউ সুবিধা দিতে না পারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) ভর্তি করা হয়। সেখানে সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এক মেয়ে ও দুই ছেলের জনক মোহাম্মদ ঈসা ইসলামী ব্যাংক সাতকানিয়ার কেরানীহাট শাখা ও লোহাগাড়া শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে সর্বশেষ কুমিল্লা জোনের এভিপির দায়িত্বে ছিলেন।