নিজস্ব প্রতিবেদক: সুস্থ হয়ে হাসপাতাল থেকে মাদ্রাসায় ফিরেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে গতকাল সোমবার বিকেলে হাটহাজারী মাদ্রাসায় নিয়ে যাওয়া হয় শাহ আহমদ শফীকে।
আজ মঙ্গলবার দুপুরে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক ও আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী বলেন, ‘বাধর্ক্যজনিত কারণে অসুস্থ হয়ে গত ৭ জুন বাবাকে (আহমদ শফী) ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর তিনি গতকাল মাদ্রাসায় ফিরে গেছেন। ‘
এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফীর চিকিৎসার জন্য সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। আট ধরনের রোগ নিয়ে তিনি চট্টগ্রাম মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।
হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত নানা রোগে ভুগছেন। দুই সপ্তাহ আগে তিনি ঢাকা থেকে চিকিৎসা নিয়ে মাদ্রাসায় ফেরেন। এর পর থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন।
এর আগে গত ২৬ এপ্রিল ঢাকার আজগর আলী হাসপাতালে ১০ দিন চিকিৎসা শেষে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ফিরে যান হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।
সূত্র জানায়, আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় তাঁকে। বিকেল ৩টার দিকে হাটহাজারী মাদ্রাসার উদ্দেশে চমেক হাসপাতাল ছাড়েন হেফাজত আমির।