বাজারে ওষুধের কৃত্রিম সংকটের চেষ্টা

0
0

ডেস্ক রির্পোট: করোনা ভাইরাসের সংক্রমণের সুযোগে বিভিন্ন ধরনের ওষুধের কৃত্রিম সংকট তৈরি করছে কিছু চক্র। ফলে বাজারে শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত ওষুধগুলোর দাম বেড়ে গেছে কয়েক’শ গুণ। ২০০ টাকার এক বক্স ওষুধ ১২ হাজার টাকায় কিনতে হয়েছে ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন, কোম্পানির নির্ধারিত মূল্যেই এসব ওষুধ বিক্রি করছেন তারা।

করোনা ভাইরাসের এখনো কোনো ওষুধ আবিষ্কার হয়নি। লক্ষণভেদে রোগীদের বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছেন চিকিৎসকরা। এরমধ্যে আছে ফেকজো, ইভেরা-১২, ইভেরা-৬, ডক্সিক্যাপ, এজিথ্রোমাইসিন, এভিগান, রিকোনিল। এসব ওষুধ কিনতে চাপ বেড়েছে ফার্মেসীর দোকান গুলোতে।

আর এই সুযোগেই কিছু চক্র এসব ওষুধের কৃত্রিম সংকট তৈরীর চেষ্টা করছে। রাজধানীর কলেজ গেট এলাকায়, বৈশাখী টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে এমনই চিত্র।

সুমি ফারজানা নামের এই নারীকে দেখা যায় প্রতিটি দোকানে গিয়ে একটি ওষুধ কিনতে। এত ওষুধ কি করবেন জানতে চাইলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।

ক্রেতাদের অভিযোগ প্রয়োজনে এসব ওষুধ কিনতে দোকানগুলোতে আসলেও তা মিলছে না। আর যাও বা মিলছে তার দাম আকাশ ছোঁয়া।

কেন এসব ওষুধের বাড়তি দাম নেয়া হচ্ছে? দোকানিদের কাছে জানতে চাইলে কোন সদুত্তর মেলেনি।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে তারা কেউ কথা বলতে চাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here