দেশে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ ৫৭৮ জন

0
0

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে নতুন করে ৫৭৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছে ১৭ হাজার ৮২৭ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা শনিবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক নাসিমা বুলেটিনে আরো জানান, দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৪৪ জনের মৃত্যু এবং দুই হাজার ৮৫৬ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় মোট এক হাজার ১৩৯ জনের মৃত্যু হলো এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জন।

ডা. নাসিমা সুলতানার দেওয়া তথ্য অনুযায়ী, ৫৯টি ল্যাবে মোট ১৪ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৬৩৮টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে চার লাখ ৮৯ হাজার ৯০৭টি। শনাক্তের হার ২১ দশমিক ১৩।

করোনায় গত ২৪ ঘণ্টায় যে ৪৪ জন মারা গেছেন, তাঁদের মধ্যে পুরুষ ৩৩ ও নারী ১১ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ১৯ জন মারা গেছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে চারজন, সিলেট বিভাগে দুজন, বরিশাল বিভাগে চারজন, রংপুর বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here