চমেকে করোনার উপসর্গে চিকিৎসকের মৃত্যু

0
0

নিজন্ব প্রতিবেদক: চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরিফ হাসান নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গতকাল শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর। স্বজনদের দাবি, চমেক হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে মৃত্যু হয়েছে আরিফের।

ডা. আরিফ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর দুই সন্তান রয়েছে। তিনি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর খালাতো ভাই।

স্বজনরা জানান, চার থেকে পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন আরিফ। গত বুধবার তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ফ্লোরে তাঁকে সিট দেওয়া নিয়ে হাসপাতালের কর্মীদের সঙ্গে কথাকাটাকাটি হয় স্বজনদের। পরে চমেক হাসপাতাল থেকে আরিফকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর।

ডা. আরিফের মামি সাহেলা আবেদীন জানান, একজন চিকিৎসক হয়ে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালের পাশাপাশি সরকারি হাসপাতালেও একটি বেড পেল না আরিফ। যথাযথ চিকিৎসার অভাবে মারা গেছেন তিনি। তাঁর দুই সন্তান এখন এতিম হয়ে গেল।

ডা. আরিফ হাসান কুমিল্লার একটি হাসপাতালে যোগ দিয়ে পরে চট্টগ্রামে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন। তিনি ক্রিকেটও খেলতেন। ঢামেকের ক্রিকেট ক্লাবের অধিনায়ক ছিলেন তিনি।

এদিকে, এর আগে চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে আরো তিন চিকিৎসকের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here