করোনায় আক্রান্ত এমপি মোছলেম উদ্দিন

0
30

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে নভেল করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বোয়ালখালী) সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। তিনিসহ তাঁর পরিবারের মোট ১০ জন সদস্যের শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর আগে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানও আক্রান্ত হয়েছিল। সাংসদ মোছলেম উদ্দিনের স্ত্রী শিরিন আহমেদসহ (৫৮) করোনায় আক্রান্ত পরিবারের অন্যরা হলেন ফারহানা ইমন (৩৬) আরিফুল ইসলাম (৩২), আবিয়াস ইসলাম (১৮), আইমান ইসলাম (১৮), নামির ইসলাম ফাহাদ (৮), কাজী শারমিন সুমি (৪৩), জেসমিন (১৫) ও তাসলিমা (১৩)।

গতকাল বুধবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রকাশিত করোনা পরীক্ষার রিপোর্টে এ প্রবীণ রাজনীতিবিদ ও তাঁর পরিবারের সদস্যদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য পাওয়া যায়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here