তারকা খেলোয়াড় টনি ডান আর নেই

0
0

ক্রীড়া ডেস্ক: ইউরোপিয়ান কাপসহ অনেক শিরোপা জেতা ম্যানচেস্টার ইউনাইটেডের এক সময়ের তারকা খেলোয়াড় টনি ডান আর নেই। সোমবার রাতে কিংবদন্তি এই লেফট-ব্যাকের মৃত্যুর খবর জানিয়ে টুইট করে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। মৃত্যুকালে টনি ডানের বয়স হয়েছিল ৭৮।

ডাবলিনে জন্ম নেওয়া টনি ডান উত্তর আমেরিকার ফুটবল দল ডেট্রোয়েট এক্সপ্রেসের হয়ে অবসর নেওয়ার আগে বোল্টনের হয়ে ১৯৭৩-৭৯ সময়ে খেলেন দুশো’র অধিক ম্যাচ।

আইরিশ এই ফুটবলার ১৯৬৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ইউরোপিয়ান কাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। টুর্নামেন্টের ওই বারের ফাইনালে বেনফিকাকে ৪-১ গোলে হারিয়েছিল ইংলিশ লিগের ক্লাবটি। ম্যাচটিতে টনির সতীর্থ ছিলেন জর্জ বেস্ট ও ববি চার্লটনের মতো তারকারা। আর ম্যানইউ’র কোচের দায়িত্বে ছিলেন কিংবদন্তি ম্যাট বাসবি।

বাসবির হাত ধরেই ৫ হাজার পাউন্ড ট্রান্সফার ফিতে ওল্ড ট্র্যাফোর্ডে লেখান টনি ডান। ক্লাবটির হয়ে খেলেন ১৩টি মৌসুম। ১৯৬৪-৬৫ ও ১৯৬৬-৬৭ মৌসুমে টানা দুবার জেতেন ফাস্ট ডিভিশন চ্যাম্পিয়নশিপ শিরোপা; ১৯৬২-৬৩ মৌসুমে জেতেন এফএ কাপ।

রিপাবলিক অব আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলেন ৩৩টি ম্যাচ। ১৯৬৯ সালে বর্ষসেরা আইরিশ ফুটবলারের পুরস্কারও জেতেন তিনি।

টনি ডানের মৃত্যুতে গভীর শোক জানিয়ে টুইট করেছে ম্যানইউ- ‘তিনি আমাদের সর্বকালের সেরা ফুল-ব্যাকদের একজন। ১৯৬৮ সালে ইউরোপিয়ান কাপ জয়ী দলের অবিচ্ছেদ্য অংশ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লাল জার্সিতে খেলেছেন ৫৩৫টি ম্যাচ। টনি ডানের বিদেহী আত্মার প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here