যাত্রী সংকটে বিমানের ফ্লাইট বাতিল 

0
0

নিজস্ব প্রতিবেদক : দুই মাসের বেশি সময় পর চালু হলো দেশের ভেতরে তিনটি রুটের ফ্লাইট। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যাত্রী ও এয়ারলাইনসগুলোকে মানতে হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি। তবে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবার চালু হলেও প্রথম দিন গতকাল যাত্রী সংকটে বাতিল হয়েছে একাধিক ফ্লাইট।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে তিনটি অভ্যন্তরীণ রুটে প্রতিদিন ২৪টি ফ্লাইট ছেড়ে যাওয়া ও ফিরে আসার কথা থাকলেও যাত্রীর অভাবে গতকাল ঢাকা থেকে চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ও ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ঢাকা থেকে সিলেটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

জানা গেছে, গতকাল সব এয়ারলাইনসেই ছিল যাত্রী সংকট। বিমানবন্দরও যাত্রীদের দূরত্ব বজায় রাখতে ছিল কড়াকড়ি। বিমানবন্দরে প্রবেশমুখেই যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করেছে এয়ারলাইনসগুলো। পাশাপাশি মাস্ক ও গ্লাভস দিয়েছে। একই সঙ্গে যাত্রীদের ব্যাগে ছিটানো হয়েছে জীবাণুনাশক।

বিমানবন্দরের ভেতরেও প্রবেশ করার মুখে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করে ভেতরে প্রবেশ করতে দিয়েছে। একই সঙ্গে যাত্রীদের দেয়া হয়েছে ফর্ম, যেখানে স্বাস্থ্যগত তথ্য দিতে হবে সব যাত্রীকে। গতকাল কমপক্ষে দুজন যাত্রীকে শরীরের তাপমাত্রা বেশি থাকায় বিমানবন্দর থেকে ফেরত যেতে হয়েছে।

এদিকে বিমানবন্দরের কর্মীদের মধ্যেও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে সরঞ্জাম ব্যবহার করতে দেখা গেছে। বিমানবন্দরের ভেতরে কিছু সময় পরপর ছিটানো হচ্ছে জীবাণুনাশক। যাত্রীদের চলাচলের জায়গা, ট্রে, চেয়ার, দেয়াল, রেলিং, ব্যাগেজ বেল্ট পরিষ্কার করে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। এয়ারলাইনসগুলোর কাউন্টারেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যাত্রীদের বসার জায়গাগুলোতে দূরত্ব বজায় রাখতে রাখা হচ্ছে ফাঁকা। কাউন্টারে যাত্রীদের শারীরিক দূরত্ব বজায় রাখতে ফ্লোরে করা হয়েছে মার্কিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here