দেশের মানুষের কথাই আমরা বেশি চিন্তা করি: প্রধানমন্ত্রী

0
0

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের এনইসি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, সবাইকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কর্মক্ষেত্রে যেতে হবে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এদিন বৈঠকে করোনা সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প গুরুত্ব পেয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক এর এই সভা শুরু হয় সকালে। করোনা সংক্রান্ত প্রকল্পগুলো গুরুত্ব পায়। অনুমোদনের জন্য ১০টি প্রকল্প উপস্থাপন করা হয়।

এদিন ‘কোভিড -১৯ ইমার্জেন্সি রেসপন্স এন্ড পেনডেমিক প্রিপেয়ার্ড’ শীর্ষক এক হাজার ১শ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য পর্যালোচনা করা হয়। এতে বিশ্বব্যাংক ৮৫০ কোটি টাকা সহায়তা দিবে। এছাড়া এডিবির আর্থিক সহায়তায় করোনা মোকাবেলায় আরো একটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ও মানুষের দুর্দশার কথা বিবেচনা করে সবকিছু খুলে দেয়া হয়েছে। তবে সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অর্থনৈতিক কর্মকান্ড এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here