করোনায় মারা গেলেন ইউরোলজিস্ট মনজুর রশিদ

0
0

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট মনজুর রশিদ চৌধুরী। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে মারা যান তিনি।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্যানুসারে, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ চিকিৎসক।

বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোভিড পজেটিভ হওয়ার পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ১৮ দিন চিকিৎসাধীন ছিলেন ডা. মনজুর রশিদ চৌধুরী। তার বয়স হয়েছিলো ৬১ বছর। ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর নেওয়ার পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার চেম্বার ছিল।

কিডনি বিশেষজ্ঞ মনজুর রশিদ চৌধুরী সিলেট মেডিকেল কলেজের ১৪ তম ব্যাচের ছাত্র ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here