হজের সিদ্ধান্ত ১৫ জুন

0
0

নিজস্ব প্রতিবেদক: মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে দেয়া বিধিনিষেধ শিথিল করে দুই মাসেরও বেশি সময় পর সৌদি আরবের মসজিদগুলো খুলে দেয়া হয়েছে। এতে করে চলতি বছর হজের দুয়ার খুলতে যাচ্ছে। গতকাল রোববার পবিত্র কা’বা শরীফ ও মসজিদুন নববীসহসব মসজিদের দ্বার নামাজীদের জন্য ফের উন্মুক্ত করে দেয়া হয়। খবর রয়টার্স’র

এর মধ্য দিয়ে আসন্ন হজ পালনের দ্বার খুলতে যাচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের হজ সংশ্লিষ্টরা। দুই মাসের বেশি সময় পর রোববার তা আবার সীমিত আকারে খুলে দিয়েছে সৌদি সরকার উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেন, ‘আমরাও আসন্ন হজের জন্য নিবন্ধনসহ সব ধরণের প্রস্তুতি নিয়ে বসে আছি।’

তিনি জানান, আগামি ১৫ জুনের মধ্যে সৌদি সরকার সকল দিক বিবেচনা করে হজের বিষয়ে সিদ্ধান্ত জানাবে। তাদের সিদ্ধান্ত পাওয়া মাত্রই বাংলাদেশ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে। এখন পর্যন্ত ৬৬ হাজার যাত্রী চলতি বছর হজের জন্য নিবন্ধন করেছেন বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

জুলাই আর আগস্ট মাসে হজের জন্য প্রায় ২৫ লাখ মানুষ মক্কা এবং মদিনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি সৌদি আরব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here