ক্রিকইনফো’র একাদশে সাকিব

0
0

ক্রীড়া ডেস্ক: ক্রিকেটারদের নিয়ে ‘স্বপ্নের একাদশ’ নির্বাচন করেছে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। স্পিন অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। স্বপ্নের এই দলে ইংল্যান্ডের পাঁচ জন, ভারতের চার জন, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার একজন করে জায়গা পেয়েছে। দলটির অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে কেন উইলিয়ামসনের কাঁধে।

ক্রিকইনফোর ওই একাদশে ওপেনার হিসেবে রাখা হয়েছে ভারতের রোহিত শর্মার সঙ্গে ইংল্যান্ডের জেসন রয়কে। তিনে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আর চার নম্বর ব্যাটসম্যান হিসেবে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

অন্যদিকে পাঁচ নম্বরে রাখা হয়েছে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা বেন স্টোকসকে। ছয়ে উইকেটরক্ষক হিসেবে ইংল্যান্ডের জস বাটলার। সাত নম্বরে রাখা হয়েছে সাকিবকে।

বোলিং অ্যাটাকে রাখা হয়েছে তিন পেসার। ক্রিস ওকস, মিচেল স্টার্ক, জাসপ্রিত বুমরাহর সঙ্গে একমাত্র স্পিনার ভারতের কুলদ্বীপ যাদবকে। তবে গত বিশ্বকাপে দারুণ পারফর্ম করা তরুণ পেসার জোফরা আর্চারকে রাখা হয়েছে দ্বাদশ ক্রিকেটার হিসেবে।

ক্রিকইনফোর স্বপ্নের একাদশ :

রোহিত শর্মা (ভারত), জেসন রয় (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), ক্রিস ওকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কুলদ্বীপ যাদব (ভারত) ও জাসপ্রিত বুমরাহ (ভারত)। দ্বাদশ খেলোয়াড়: জোফরা আর্চার (ইংল্যান্ড)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here