করোনায় সিলেটের নার্সেস কর্মকর্তার মৃত্যু

0
0

সিলেট প্রতিনিধি: করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমীন। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

সিলেটের করোনা আইসোলেশন সেন্টার হচ্ছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। এ হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে ব্রাদার রুহুল আমীন করোনা আক্রান্ত হন।

করোনা পজেটিভ হওয়ার পর গত ২২শে মে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। শুক্রবার বিকেলে তার শ্বাসকষ্ট তীব্র হলে আইসিইউতে নেওয়া হয়। রাত সাড়ে ১০ টার দিতে রুহুল আমীন মারা যান।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক জানান, রুহুল আমীনের মৃত্যুতে সিলেটের নার্স সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি জানান- এ ঘটনার পরও সিলেটের নার্সরা কোভিড রোগীদের সেবা দিয়ে যাবেন। সবাইকে ধৈর্য্য ধারণ করে রোগীদের সেবা দেওয়ার জন্য সকল নার্সদের অনুরোধ জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here