প্রচন্ড ঝড়ে নিহত ৯

0
0

নিজস্ব প্রতিবেদক: দেশের বেশ কয়েকটি জেলায় প্রচন্ডঝড় ও ভারি বৃষ্টিতে ঘরবাড়ি, ফসলি জমি এবং আম-লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ। জয়পুরহাটে দেয়াল ধসে একই পরিবারের তিনজন এবং নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ সারাদেশে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

দিনাজপুর:কালবৈশাখী ঝড়ে দিনাজপুর সদরের কসবা, মালিগ্রাম, পুলহাট মাসিমপুর, বিরল এবং চিরিরবন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বড় বড় আম ও লিচু গাছ উপড়ে পড়েছে। কৃষি বিভাগের হিসাবে আম এবং লিচুর প্রায় ২০ শতাংশ ক্ষতি হয়েছে।

জয়পুরহাট:স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে জয়পুরহাটের বিভিন্ন উপজেলায় প্রচন্ড ঝড়ে লন্ডভন্ডহয়ে যায় বাড়িঘর ও গাছপালা। এসময় ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ি এলাকার বাসিন্দা জয়নালের বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে দুই শিশুসহ একই পরিবারের ৩জন মারা যায়। এছাড়া কালাই উপজেলায় ঝড়ের কবলে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

এদিকে, জেলার নামাপাড়া, বটতলী, দোগাছীসহ অন্তত ৪০টি গ্রামের কয়েকশ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিচ্ছিন্ন রয়েছে জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগও ।

রাজশাহী:এদিকে, ঝড়ে রাজশাহীতে আম এবং লিচুর অনেক ক্ষতি হয়েছে। উপড়ে গেছে গাছ । মারাত্মক ক্ষতির আশঙ্কায় আছেন বাগান মালিকরা।

সুনামগঞ্জ:সুনামগঞ্জের হাওরে ভারি বৃষ্টি এবং পাহাড়ি ঢলে যাদুকাটা, সুরমা, পাটলাই এবং মনাইসহ বেশ কয়েকটি নদীতে পানি বেড়েছে।

এদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভারি বৃষ্টির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ তিন জন মারা গেছে। এছাড়া বরিশালের মুলাদী উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

ফরিদপুর:ফরিদপুরের কানাইপুরে বজ্রপাতে মান্নান সিকদার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে ঝড়-বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি কানাইপুর ইউনিয়নের আড়ুয়াডাঙ্গী গ্রামের মৃত ছত্তার সিকদারের ছেলে। মান্নান কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার ৫ ও ৩ বছর বয়সী দুই মেয়ে রয়েছে।কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, সকালে বাড়ি থেকে পাকা সড়ক ধরে পাশ্ববর্তী আটঘর বাজারে যাচ্ছিলেন মান্নান। পথিমধ্যে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চেংটু মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে পলাশবাড়ী পৌরশহরের গিরিধারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।চেংটু মিয়া সদরের বাড়াইপাড়া গ্রামের তমিজ উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, গিরিধারীপুর গ্রামে জনৈক সাইফুলের জমিতে ধান কাটতে নামেন চেংটু মিয়াসহ ছয়জন কৃষক। পল্লী বিদ্যুতের পোল-লাইনের নিচের ওই জমির পানি বাতাসে ভেঙে পড়া গাছের ডালের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় পাঁচজন কৃষক জমি থেকে উঠে আসতে সক্ষম হলেও ঘটনাস্থলেই মারা যান চেংটু মিয়াপলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পাবনা: পাবনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর তেঁতুলতলা গ্রামে বজ্রপাতে মিজানুর (৪০) নামে এক লিচু চাষীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর চারটার দিকে লিচু বাগানে বজ্রপাতের ঘটনায় তিনি মারা যান। এলাকার মতি মালিথার পুত্র মিজান রাতে লিচু বাগান পাহারা দিচ্ছিলেন বলে জানা গেছে। তিনি ওই এলাকার মতি মালিথার ছেলে।সলিমপুর ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা বজ্রপাতে নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লিচু চাষী মিজান রাতে বাগান পাহারা দিচ্ছিল। ভোর রাতে ঝড়, বৃষ্টির সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here