ব্রাজিলে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু

0
0

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্সের পর এবার প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে বৃহস্পতিবার রেকর্ড ১ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে, যা সেখানে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর থেকে সর্বোচ্চ।

এর ফলে ব্রাজিলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮২ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে দেশটিতে গেল ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৬৪ জন নতুন করে আক্রান্ত হয়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯২১ জন। বিশ্বের মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে করোনা ভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।

এদিকে ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ল্যাটিন আমেরিকার এ বিশাল দেশের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে লকডাউন তুলে নিতে চাপ দেয়ায় দেশটির ২৭ টি রাজ্য গভর্নরের অধিকাংশের সাথে তিনি সরাসরি বিরোধে জড়িয়ে পড়েন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here