করোনায় ব্রাজিলে একদিনেই আক্রান্ত ২০ হাজার

0
0

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যায় করোনাকে খুব সহজভাবেই নিয়েছিল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। অবস্থা বুঝতে পেরে বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, করোনার হটস্পট হতে চলেছে লাতিন আমেরিকার দেশটি। হয়েছেও তাই।

নিরব ঘাতক করোনায় দেশটি এখন দিশেহারা। একে একে উৎপত্তিস্থল চীনসহ মৃত্যুপুরী ইউরোপের সব রাষ্ট্রকে পেছনে ফেলে আক্রান্তে শীর্ষ তিনে উঠেছে দেশটি। যেখানে গত একদিনেই ভাইরাসটির শিকার হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। যার সবচেয়ে বেশি ভুক্তভোগী সাও পাওলোর অধিবাসীরা। অবস্থার উন্নতি না হলে আগামী ২৪ ঘণ্টায় মস্কোকেও ছাড়াতে পারে ব্রাজিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ জানিয়েছে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৫১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ লাখ ৯১ ৫৭৯ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে নতুন করে ৮৮৮ জনের। এ নিয়ে করোনার আঘাতে দেশটিতে ১৮ হাজার ৮৫৯ জনের প্রাণ গেল সেখানে। যদিও, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ প্রায় ১৭ হাজার মানুষ।

দেশটিতে পাল্লা দিয়ে সংক্রমণ ছড়ানোয় ভেঙে পড়তে বসেছে স্বাস্থ্য ব্যবস্থা। ইতিমধ্যে সবচেয়ে বৃহৎ শহর সাও পাওলোসহ কয়েকটি রাজ্যে দেখা দিয়েছে চিকিৎসা সংকট। প্রতিদিনিই হাজার হাজার আক্রান্তে ৯০ শতাংশ হাসপাতালগুলোর বেডই পূর্ণ।

ব্রাজিলের স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ‘পরীক্ষা সীমিত হারে করার কারণে প্রকৃত আক্রান্তের সংখ্যা জানা যাচ্ছে না। বেশি সংখ্যক মানুষের নমুনা পরীক্ষা করা হলে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কয়েকগুণ হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here