৩০৪ শয্যার হলি ফ্যামিলি হাসপাতাল চুক্তিতে ৫০০ শয্যা

0
0

নিজস্ব প্রতিবেদক: কাগজে-কলমে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ৩০৪ শয্যার। কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি হয়েছে ৫০০ শয্যার। করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে যে দুটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের সঙ্গে সরকার চুক্তি করেছে তার একটি হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট। স্বাস্থ্য অধিদপ্তর মে থেকে ছয়মাসের জন্য হাসপাতালটির সঙ্গে চুক্তি করেছে। এই সময়কালে হাসপাতালের সব খরচ বহন করবে সরকার।

৭২০ শয্যার হাসপাতাল বলা হলেও ৫০০ করোনা আক্রান্ত রোগীর চিকিৎসাসেবার জন্য চুক্তি হয়েছে। অথচ হাসপাতালের লাইসেন্সে উল্লেখ আছে ৩০৪ শয্যার কথা।

হাসপাতালটির চিকিৎসকরা বলছেন, এই হাসপাতালে কোনোভাবেই ৫০০ কোভিড-১৯ রোগীর চিকিৎসা দেয়া সম্ভব নয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরবরাহ করা সুরক্ষাসামগ্রীর মান নিয়ে প্রশ্ন তোলা ছাড়াও তারা বলছেন, এখনো কোনো প্রশিক্ষণ পাননি চিকিৎকরা। এছাড়া কয়েক মাসের বেতন বকেয়া আছে তাদের।

গত দুইদিনে বিভিন্ন কারণ দেখিয়ে কমপক্ষে ১০ জন চিকিৎসক পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে হাসপাতালটির পরিচালক অধ্যাপক মোহাম্মদ মুর্শেদ বলেছেন, তাদের সব প্রস্তুতি রয়েছে। কোভিড হাসপাতালে কর্মরতদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম বলেও জানান তিনি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মতে, এসব অভিযোগের বিষয়ে তাদের কিছু জানা নেই।

প্রথম দুইদিনেই হাসপাতালটিতে করোনায় আক্রান্ত ৩২ জন রোগী ভর্তি হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here