বাবা হলেন বিজয়

0
0

ক্রীড়া প্রতিবেদক: প্রথমবার বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ওপেনার এনামুল হক বিজয়। রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে দুপুর ১২টার দিকে জন্ম নেয় বিজয়-ফারিয়ার প্রথম কন্যা সন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজয়।

ফেসবুক স্ট্যাটাসে বিজয় লিখেছেন, ‘জীবনটা আগে কখনও এতটা সুন্দর লাগেনি, মিনিট খানেক আগে প্রথমবারের মতো তোমার নিষ্পাপ মুখখানি দেখলাম। তোমার ছোট ছোট হাতের আঙুল, নিখুঁত দশটি পায়ের আঙুল, দেখলেই আদর করতে ইচ্ছে করে। কি অপরূপ, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না! আমার জীবনে তুমি সর্বশক্তিমান আল্লাহর আশীর্বাদ ও অমূল্য উপহার। তুমি আমার থেকে এসেছো! আমার ছোট্ট আম্মুটা! আমার সুন্দরী পরী! আমার অপরূপ রাজকন্যা! মাশাআল্লাহ।’

‘কেমন আছেন সবাই! আলহামদুলিল্লাহ, আমি আজ বাবা হয়েছি! আমরা আজ বাবা-মা হলাম!! সদ্য জন্ম নেয়া আমাদের ‘বেবি গার্ল’-এর জন্য আপনারা সবাই দোয়া ও ভালোবাসা দেবেন।’

২০১৮ সালের ২৯ জুন দীর্ঘদিনের বান্ধবী ফারিয়া ইরার সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করেন বিজয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here