২৫ টাকা কেজিতে দেশি পেঁয়াজ বিক্রি শুরু টিসিবির

0
0

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি।এর আগে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হতো এই পেঁয়াজ।

আজ শনিবার সকাল থেকেই ভ্রাম্যমান দোকানের মাধ্যমে পণ্য সরবরাহ শুরু করেছে টিসিবি। দেশের ৫০৫টি স্পটে ভ্রাম্যমান দোকান ও ডিলারের মাধ্যমে পেঁয়াজসহ অন্যান্য পণ্যও বিক্রি করছে সরকারি বিপণন সংস্থাটি।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছেন, ‘আজ থেকে ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। প্রায় ৫০৫ স্পটে ট্রাকে এবং বিভিন্ন ডিলারের মাধ্যমে এ কার্যক্রম চলছে। পাশাপাশি এসব স্পটে টিসিবির অন্যান্য পণ্যও বিক্রি হচ্ছে।’

এর আগে গত বৃহস্পতিবার (৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য বিষয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পেয়াজের দাম কেজিতে ১০ টাকা কমিয়ে ২৫ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওযা হয়েছে।

রমজান মাস উপলক্ষে এপ্রিশ মাসের শুরু থেকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শুরুতে সরবরাহ কেন্দ্র কম থাকলে এখন তা বাড়ানো হয়েছে। রাজধানীতে রাজধানীসহ সারাদেশে ৫০৫টি ভ্রাম্যমান দোকান ও ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করছে টিসিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here