করোনার উপসর্গ নিয়ে আরও এক পুলিশের মৃত্যু

0
0

নিজস্ব প্রতিবেদক: মহামারি আকার ধারণ করা বরোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার এনামুল হক (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। আজ শনিবার সকালে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খান।

তিনি বলেন, “করোনাভাইরাসের উপসর্গ থাকায় এনামুলকে পৃথকভাবে রাখা হয়েছিল। তবে তার সর্দি কাশি ছিল অল্প। সকালে গরম পানি পান করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তার বুকে ব্যথা ওঠে।”

কনস্টেবল এনামুলকে প্রথমে পুলিশ হাসপাতালে এবং সেখান থেকে হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, “এনামুলের আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। তার করোনাভাইরাসের সংক্রমণ হয়েছিল কি না তা পরীক্ষা করানোর চেষ্টা হচ্ছে।”

উল্লেখ্য, এর আগে পুলিশ বাহিনীতে মোট ছয়জন কোভিড-১৯ এ মারা গেছেন, আক্রান্ত হয়েছেন প্রায় দেড় হাজার পুলিশ সদস্য। । এছাড়া করোনা আক্রান্ত মোট ৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here