সংক্রমণ বৃদ্ধি পাবে এটা ধরেই নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

0
0

নিজস্ব প্রতিবেদক: মার্কেট-দোকানপাট খোলার পর দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশে করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন এবং এর পরিপ্রেক্ষিতে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় গঠিত ১৭ সদস্যের ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’র সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন যেহেতু তুলে দেওয়া হয়েছে, দোকানপাটও হয়তো খুলে যাবে। এ বিষয়ে টেকনিক্যাল কমিটি যে পরামর্শ দেবে, সেই পরামর্শগুলো তাদের কাছ থেকে গ্রহণ করে আমরা যথাযথ জায়গায় সেটি পৌঁছে দেবো। তারপর সরকারের যে নির্দেশনা থাকবে সে অনুযায়ী আমরা কাজ করব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশে করোনায় মৃত্যু অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম। সংক্রমণ কিছুটা বেড়েছে। স্বাভাবিকভাবে যেহেতু মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাটে আনাগোনা বাড়ছে কাজেই সংক্রমণ যে একটু বৃদ্ধি পাবে এটা আমরা ধরেই নিতে পারি। আমাদের যতটুকু সম্ভব এটি নিয়ন্ত্রণে রাখতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করবে যাতে রোগী না বাড়ে।

জাহিদ মালেক বলেন, আমরা জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সঙ্গে সভা করলাম, সেখানে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সাজেশন দিয়েছেন। কোনো রোগী যাতে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া না হয় সে বিষয়টিতে তারা জোর দিয়েছেন। গত দুইমাস আগেও এমন নির্দেশনা আমরা দিয়েছি। নতুন করে আমরা আবারও গুরুত্ব দিয়ে এটি দেখব।

তিনি বলেন, আমাদের টেস্টিংয়ের পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বেড়ে ৩৩টি টেস্টিং ল্যাব হয়েছে, ৬ হাজারের মতো টেস্টিং করতে পারছে। তারা টেস্টিং আরো বাড়ানোর পরামর্শ দিয়েছেন এবং রিপোর্ট দেওয়ার সময় আরো কমাতে হবে। আমরা এটি গ্রহণ করেছি এবং এ বিষয়ে আরো জোরালো পদক্ষেপ নেবো।

তিনি আরও বলেন, তারা একটি ফোকাল পয়েন্ট বা সেল গঠনের পরামর্শ দিয়েছেন, যেই সেলে তারা পরামর্শ দেবেন। এবং সেল সে বিষয়ে যেখানে যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন নেবে। সেলে মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা থাকবেন। এছাড়াও অনেক ডাক্তার আক্রান্ত হচ্ছে সেটি গুরুত্বের সঙ্গে দেখার জন্য বলা হয়েছে। বিশেষ করে পিপিই পড়া এবং খোলার সময় সংক্রমণ হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে, সেদিকে নজর দেওয়ার জন্য বলা হয়েছে।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, হেলথ মিডিয়া সেলের আহ্বায়ক (অতিরিক্ত সচিব-প্রশাসন) মো. হাবিবুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here