করোনায় আক্রান্ত হবিগঞ্জের জেলা প্রশাসক

0
0

নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাস কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, “সোমবার প্রাপ্ত রিপোর্টে জেলা প্রশাসকের করোনা সনাক্ত হয়। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে আক্রান্ত হওয়ার বিষয়ে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা আবারও সংগ্রহ করা হয়েছে।”

এ নিয়ে জেলা প্রশাসকসহ হবিগঞ্জ জেলা প্রশাসনের মোট পাঁচজন কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

এর আগে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি)। তারা সকলেই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হবিগঞ্জ জেলায় মোট করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৪ জনে। এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৩ জন। সরকারি কর্মকর্তা-কর্মচারী ৮ জন। বাকিরা নানা শ্রেণি-পেশার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here