সমালোচনায় মাইক পেন্স, মাস্ক না পরেই হাসপাতাল পরিদর্শনে

0
0

করোনা মহামারির এই সময়ে মাস্ক না পরে হাসপাতাল পরিদর্শনে যাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে মায়ো ক্লিনিক পরিদর্শনে গিয়ে সমালোচিত হন তিনি। পরে নিজের আচরণের বিষয়ে সাফাই গেয়ে পেন্স বলছেন, নিয়মিত করোনা পরীক্ষা করেন তিনি।

পিপল ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মায়ো ক্লিনিক পরিদর্শনে যান মাইক পেন্স। এ সময় তার সঙ্গে ছিলেন খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান স্টিফেন হানসহ বড় বড় হর্তাকর্তা। তারা সবাই হাসপাতালের নির্দেশিকা মেনে মাস্ক পরেন।

তবে অন্য সবাই নিয়মমতো প্রতিরক্ষামূলক মাস্ক পরলেও, মাইক পেন্স তা করেননি। এমনকি চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলার সময়ও মাস্ক পরেননি তিনি। হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ট্রাম্প রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলোর উদ্ধৃতি দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, কেবল সংক্রমিত হলে মুখোশ পরা উচিত।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি নিয়মিত করোনাভাইরাস পরীক্ষা করাই। আমার চারপাশে থাকা সবারই পরীক্ষা করা হয়। যেহেতু আমার করোনভাইরাস নেই, তাই আমি ভেবেছিলাম আমার পক্ষে এখানে আসার এটি একটি ভালো সুযোগ হবে। এই গবেষকদের সঙ্গে, এই অসম্ভব দক্ষ স্বাস্থ্যসেবা কর্মীদের কথা সঙ্গে কথা বলার এবং ধন্যবাদ জানানোর এটাই ভালো সুযোগ।’

সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) ওয়েবসাইটে বলা হয়েছে, গণসংযোগের জায়গাগুলোতে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন, সেখানে মুখ মাস্ক ব্যবহার করতে হবে। মায়ো ক্লিনিকের ওয়েবসাইটে বলা হয়, তাদের বর্তমান প্রোটোকল অনুযায়ী মায়ো ক্লিনিককে কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা করার জন্য সব রোগী, দর্শনার্থী ও কর্মীদের মুখে মাস্ক ব্যবহার করতে হবে। এই পরিদর্শনে পেন্সের সঙ্গে আসা সাংবাদিকেরা জানান, পেন্স ছাড়া বাকি সবাই ক্লিনিকের নির্দেশনা মেনে মাস্ক ব্যবহার করেন।

এপ্রিলের শুরুতে সিডিসি মার্কিন নাগরিকদের বাইরে বের হওয়ার ক্ষেত্রে নন মেডিকেল বা কাপড়ের মাস্ক পরার নতুন পরামর্শ জারি করে। তবে মজার বিষয় হচ্ছে, সে সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই নির্দেশিকার বিষয়ে বলেন, তিনি ব্যক্তিগতভাবে ওই পরামর্শ অনুসরণ করবেন না। এখন দেখা যাচ্ছে, একই পথে চলছেন তার ডেপুটিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here