দেশে একদিনে সর্বাধিক করোনা পরীক্ষা ও শনাক্ত

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৬৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৪১ জনের। পরীক্ষা এবং শনাক্ত উভয় ক্ষেত্রে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ সংখ্যক। আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তরের বিগত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গতকাল মঙ্গলবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয় ৫৪৯ জন। এর আগের দিন, গত সোমবার জানানো হয়, তার আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছিল ৪৯৭ জন। তার আগের দিন, গত রোববার জানানো হয় ৩ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা করে ৪১৮ জনকে শনাক্ত করা হয়েছে।

অর্থাৎ গত চারদিনের সরকারি পরিসংখ্যান আমলে নিলে দেখা যাচ্ছে, পরীক্ষা যত বেশি হচ্ছে রোগী শনাক্তও তত বাড়ছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১ জনকে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ১০৩ জনের।

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিন দিন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here