দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়াল

দেশে হু হু করে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৫৪৯ জন মিলে মোট সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৪ হাজার ৩০৯টি, যা গত দিনের তুলনায় ২ দশমিক ৭৯ শতাংশ বেশি। নমুনা পরীক্ষা করেছি ৪ হাজার ৩৩২টি, যা গত ২৪ ঘণ্টার চেয়ে ১৩ দশমিক ৬৪ শতাংশ বেশি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৫৪৯ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৬২ জন।’

ডা. নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে তিনজন। তাদের প্রত্যেকের বয়স ষাটোর্ধ্ব। এই তিনজনই ঢাকার ভেতরের। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়াল ১৫৫ জন।’

করোনাভাইরাস থেকে সুস্থ হওয়াদের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, ‘হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৩৯ জন। তবে বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের আপডেটটা আমাদের এখানে নেই।’

গতকাল সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৪৯৭ জন, মৃত্যু হয় ৭ জনের। তার আগের দিন রোববার শনাক্ত হয় ৪১৮ জন, মারা যায় ৫ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here