ঝিনাইদহে করোনায় ৩ চিকিৎসকসহ আক্রান্ত আরও ৮ জন, ৪ দিনে মোট ২১ জন করোনা শনাক্ত!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনা ভাইরাস পরীক্ষায় ঝিনাইদহ জেলায় আরও ৮ জন রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩ জন চিকিৎসক রয়েছে। ২৩টি নমুনা পরীক্ষা করে এই ৮ জন শনাক্ত করা হয়। মঙ্গলবার সকালে এই তথ্য প্রকাশ করা হয়। এ নিয়ে জেলায় মোট গত চার দিনে ২১ জন করোনা রোগী শনাক্ত হলো। জেলার তিন উপজেলায় ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে শৈলকুপায় ৪ জন, কালীগঞ্জে ৩ জন ও কোটচাঁদপুরে ১ জন রয়েছেন। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, অফিসিয়াল ভাবে মঙ্গলবার সকালে আমাদের হাতে আরো ২৩ টি নমুনার ফলাফল এসেছে যার মধ্যে ৮টা পজেটিভ এবং ১৫টি নেগেটিভ ফলাফল । এরমধ্যে তিনজন চিকিৎসক রয়েছেন। এ নিয়ে জেলায় মোট প্রাপ্ত ফলাফলের সংখ্যা ১৮৬ । এরমধ্যে নেগেটিভ ১৬৫ এবং পজেটিভ ২১। এ নিয়ে গত চার দিনের রিপোর্টে ঝিনাইদহ জেলায় মোট ২১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ঝিনাইদহের ৬ উপজেলার মধ্যে ঝিনাইদহ সদরে ৪ জন, কালীগঞ্জে ৬ জন, শৈলকুপায় ৭ জন, মহেশপুরে ১, কোটচাঁদপুরে ২ ও হরিণাকুন্ডুতে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here