গাজীপুরে ওএমএস’র আটা বিক্রির সময় ওজনে কম দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ও আদায় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার ওই দন্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় (খাদ্য অধিদপ্তরের) ওএমএস’র আটা বিক্রির সময় প্রত্যেককে ৫ কেজির স্থলে প্রায় এক কেজি করে ওজনে কম দেয়া হচ্ছিল। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেয়ে ডিলারের পক্ষের বিক্রেতা পরিচয়দানকারী আবুল কালাম নামের এক ব্যক্তিকে আটক করে প্রশাসনে খবর দেয়। পরে সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আবুল কালামের বিরুদ্ধে একটি মামলা দায়ের ও তার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।