ময়মনসিংহে ঘরে থাকার নির্দেশনা অমান্য চলছেই

0
0

অসংখ্য মানুষ ময়মনসিংহ নগরের হাটবাজার ও রাস্তাঘাটে কারণে-অকারণে ঘোরাফেরা করছে। কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে ময়মনসিংহ নগরী লাকডাউনের আওতায় এনে মানুষকে ঘরে থাকার নির্দেশনা দিলেও তা অমান্যের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এতে করোনাঝুঁকিতে রয়েছে এই নগরী। রোগীর সংখ্যা বাড়তে থাকলেও এবং লকডাউন অমান্য চলতে থাকলে প্রশাসনের সব প্রচেষ্টাই ভেস্তে যাবে বলে মন্তব্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটু বলেন, কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে লকডাউনে মানুষকে ঘরে থাকার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সিটি করপোরেশন নানা তৎপরতা চালালেও এক শ্রেণির মানুষ বিনাকারণে বাইরে ঘোরাফেরা করছে। তাদের দেখাদেখি আরও কিছু মানুষ যুক্ত হচ্ছে। এতে করোনা রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। এহেন পরিস্থিতিতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের জন্য আহ্বান জানান মেয়র।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দাকার মোস্তাফিজুর রহমান জানান, দেশে আমরাই প্রথম বিভাগীয় প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক (শারীরিক) দূরত্ব নিশ্চিতকরণে ১২ এপ্রিল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করছি। এ পর্যন্ত ৫৩ মামলায় ৩৫ হাজার ১০০ টাকা অর্থদ- করা হয়েছে।

করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি গ্রামাঞ্চলগুলোয় মেম্বার, চেয়ারম্যান ও চৌকিদার দিয়ে প্রচারের পরিপ্রেক্ষিতে মানুষকে অনেকটা ঘরে থাকার বিষয়টি নিশ্চিত করা গেলেও ময়মনসিংহ শহরে তা পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না। শহরে চৌকিদার নেই এবং অনেক ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধিদের তৎপরতা কম থাকায় কিছু মানুষ বাইরে বেরোচ্ছে। তার পরও অধিকাংশ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে।

করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত ময়মনসিংহ জেলা কমিটির সদস্য সচিব জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা সত্ত্বেও লকডাউন ভেঙে মানুষ বাইরে ভিড় করছে, তাতে করোনায় আক্রান্তের ঝুঁকিও বাড়ছে। যদি করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পায়, তা হলে আমাদের সব প্রচেষ্টাই ভেস্তে যাবে। তিনি জানান, গত ২৪ এপ্রিল পর্যন্ত জেলায় ৮৬ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতলের চিকিৎসকসহ মোট ৩৯ জন এবং জেলায় ৫৮ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে। জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here