করোনায় ২৪ ঘণ্টায় মৃত ৫, নতুন আক্রান্ত ৪১৮

0
0

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪১৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪১৬ জন। রোববার (২৬ এপ্রিল) আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩,৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ৪১৮ জনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে। দেশে এ পর্যন্ত ৪৬,৫৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে … আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত ২৪ ঘণ্টায় শিশুসহ আরও পাঁচজন মারা গেছেন।

ডা. নাসিমা উল্লেখ করেন, করোনায় মারা যাওয়া শিশুর বয়স ১০ বছরের নিচে, তার কিডনি সমস্যাও ছিল। এছাড়া মৃত একজনের বয়স ৬০ বছরের ওপরে। বাকি তিনজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। গত ২৪ ঘণ্টায় নয়জন করোনা থেকে সুস্থ হয়েছেন বলেও জানান তিনি। ডা. নাসিমা আরও জানান, করোনা সংক্রমিত বেশিরভাগ মানুষ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন। তারা সুস্থও হয়ে উঠছেন। এছাড়া হাসপাতালে করোনা আক্রান্তদের সেবা দিতে গিয়ে অনেক স্বাস্থ্যকর্মীরা এই রোগে আক্রান্ত হয়েছেন। পবিত্র রমজান মাসে করোনা আক্রান্তদের সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here