ভারতফেরত অতিথি করোনায় আক্রান্ত, ৫ বাড়ি লকডাউন

0
0

কুমিল্লার দেবিদ্বারে এক বাড়িতে ভারতফেরত অতিথির শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

এর পর বৃহস্পতিবার আক্রান্তের বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাহিদা আক্তার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহম্মেদ কবীর জানান, দেবিদ্বার পৌর এলাকার মরিচাকান্দা গ্রামের ঈসমাইল হোসেন জীবনের বাড়িতে তার বড় বোন, বোনের স্বামীসহ চারজন গত ৭ এপ্রিল আখাউড়া হয়ে ভারত থেকে দেশে ফিরেন।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে পাঠায়। কোয়ারেন্টিন শেষে ২১ এপ্রিল ওই হাসপাতালে চারজনের করোনার নমুনা সংগ্রহ করে ছাড়পত্র দেয়া হয়।

২৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশেষ শাখা প্রেরিত জরুরি ইমেইলে জানানো হয়, ওই চারজনের মধ্যে এক নারীর শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ খবরের পর পরই উপজেলা প্রশাসন মরিচাকান্দার ঈসমাইল হোসেনের বাড়িসহ আশপাশের আরও চারটি বাড়ি লকডাউন ঘোষণা করে।

পরিবার সূত্রে জানা গেছে, ভারত থেকে ফিরে পরিবারটি প্রথমে নিজ বাড়ি মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামে আসেন এবং পরের দিন ছোট বোনের বাড়ি মরিচাকান্দায় বেড়াতে যান। মরিচাকান্দায় একদিন বেড়ানোর পর তারা ঢাকার খিলগাঁওয়ে গিয়েছিলেন।

এদিকে মুরাদনগরে উপজেলা প্রশাসন ওই নারীর বাড়িও লকডাউন ঘোষণা করে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here