খুমেকের চিকিৎসক মাসুদ হাসান মুগদা হাসপাতালে

0
0

করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) চিকিৎসক ডা. মাসুদ হাসানকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুমেকের ডাক্তার মাসুদ আহমেদকে নিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টার ঢাকায় পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। হাসপাতালের অ্যাম্বুলেন্সে তাকে তেজগাঁও এয়ারপোর্ট থেকে মুগদা হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলোজি বিভাগের সহকারী অধ‌্যাপক ডা. মাসুদ হাসান। সেদিন খুমেক হাসপাতালের পরিচালক ডা. মুন্সি রেজা সেকেন্দার এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছিলেন, শনিবার সন্ধ্যায় ওই চিকিৎসকের রিপোর্ট পজিটিভ আসে। শুক্রবার চিকিৎসক নিজেই নমুনা পরীক্ষার জন্য দেন। তিনি খুমেক আবাসিকের ব্যাচেলর কোয়ার্টারে থাকতেন। করোনা পজিটিভ হওয়ার পর ওই চিকিৎসককে কোয়ার্টারেই রাখা হয়েছে। তিনি খুলনা জেলায় দ্বিতীয় করোনা পজিটিভ রোগী। এর আগে গত ১৩ এপ্রিল খুলনায় আজিজুর রহমান নামে একজন করোনা পজিটিভ শনাক্ত হন।

এর আগে গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হন সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসা না পাওয়ায় তিনি নিজেই আইসিইউ সুবিধাসহ হেলিকপ্টার বা অ্যাম্বুলেন্স চাইলেও সরকারিভাবে তা দেওয়া হয়নি। পরে নিজ ব্যবস্থায় সাধারণ অ্যাম্বুলেন্সে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে এসে ভর্তি হলেও ১৫ এপ্রিল তার মৃত্য হয়। ডা. মঈন উদ্দিনের এমন মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন দেশের চিকিৎসকরা। এরপর থেকে চিকিৎসকদের বিষয়টি সতর্কতার সঙ্গে দেখছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here