আজ চাঁদ দেখা গেলে কাল রোজা

0
0

দেশে আজ শুক্রবার চাঁদ দেখা গেলে কাল শনিবার থেকে রোজা বা পবিত্র রমজান মাস শুরু হবে। আর আজ চাঁদ না দেখা গেলে রজব মাস ৩০ দিনে সম্পন্ন হওয়ার পর রোজা শুরু হবে রবিবার থেকে। আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান করা হয়েছে। তার আগে দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে অথবা সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আরবি ১৪৪১ হিজরি সালের রমজান মাসের চাঁদ দেখা নিয়ে শুক্রবার সন্ধ্যায় (বাদ মাগরিব) সভা হবে। সভায় ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ সভাপতিত্ব করবেন। দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া নম্বরে কল করে অথবা নিকটস্থ প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিকে জানাতে অনুরোধ করা হয়েছে।’ টেলিফোন নম্বরগুলো হলো : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭। এছাড়া ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৬১।

মাদারীপুরের ৫০ গ্রামের মানুষ রোজা রাখছেন আজ : মাদারীপুর সংবাদদাতা জানিয়েছেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে হযরত সুরেশ্বরী (রা.)-এর ভক্ত-অনুসারী মাদারীপুরের ৫০ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ আজ রোজা রাখছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুরেশ্বর দায়রা শরিফের প্রধান গদিনশীন পীর ও আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ খাজা শাহ্ সুফি সৈয়্যদ নূরে আক্তার হোসাইন। তিনি বলেন, বৃহস্পতিবার রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ আজ রোজা রাখছেন। তাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রা.)-এর অনুসারী মাদারীপুর ও শরীয়তপুরসহ দেশের প্রায় এক কোটি মুসলমান আজ রোজা রাখছেন। করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে সবাইকে তারাবির নামাজ ঘরে বসেই পড়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রা.)-এর অনুসারীরা প্রায় দেড়শ বছর আগে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজাহা উদযাপন করে আসছেন।

মাদারীপুরের ওই এলাকাগুলো হলো সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচরকাতলা, চরগোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, কুনিয়া, মস্তফাপুর; কালকিনির সাহেবরামপুর, আণ্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, আউলিয়াপুর, রামারপোল, ছবিপুর, ছিলিমপুর, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর; শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্টিসহ জেলার চারটি উপজেলার ৫০টি গ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here