সরকারের কাছে গণস্বাস্থ্যের করোনা টেস্টিং কিটের নমুনা হস্তান্তর শনিবার

0
17

সরকারের কাছে গণস্বাস্থ্যের করোনা টেস্টিং কিটের নমুনা হস্তান্তর শনিবারকরোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত নতুন টেস্টিং কিটের নমুনা শনিবার সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার এ কথা জানান তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, “সরকারের অনুমতি নিয়ে আমাদের চিকিৎসকরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করছেন। এরপর তা গণস্বাস্থ্য ফার্মাসিটিক্যালসের ল্যাবরেটরিতে এনে আমাদের উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ কিটের মাধ্যমে পরীক্ষা করা হবে যে, ওসব সংগৃহীত রক্তের রোগী করোনায় আক্রান্ত কিনা।”

সব কাজ এখন শেষ পর্যায়ে— উল্লেখ করে তিনি বলেন, “আমরা সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়, ঔষধ প্রশাসন, আইইডিসিআর, বিএসএমএমইউ, আইসিডিডিআরসহ বিভিন্ন সংস্থাকে দেব। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের সিডিসিসহ আন্তর্জাতিক কয়েকটি সংস্থার প্রতিনিধিদের কাছেও এই কিট পরীক্ষা ও মতামত দেওয়ার জন্য একই দিন হস্তান্তর করা হবে।”

ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার মিলনায়তনে শনিবার সকাল ১১টায় টেস্টিং কিট হস্তান্তর অনুষ্ঠান হবে।

ডা. জাফরুল্লাহ বলেন, “সরকারের কাছে স্যাম্পল হস্তান্তর করার পর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফাইনাল অ্যাপ্রুভাল দিলে আমরা এই কিট বাজারে ছাড়ব। প্রথম দফায় ১০ হাজার কিট এবং পরে এক লাখ কিট বাজার দিতে পারব বলে আমরা আশাবাদী।”

গত ৫ এপ্রিল চীন থেকে জরুরি ভিত্তিতে কাঁচামাল (রি-এজেন্ট) আনার পর এই কিট তৈরির প্রক্রিয়া শুরু করে। প্রথম দফায় যুক্তরাজ্য থেকে কাঁচামাল আনার উদ্যোগ নিলেও বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চীনের থেকে আসে কাঁচামাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here