বারডেম হাসপাতালের আইসিইউ লকডাউন

0
0

রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় হাসপাতালের আইসিইউ লকডাউন করে দেওয়া হয়েছে।

চিকিৎসাধীন এক রোগীর মধ্যে প্রথমে করোনা শনাক্ত হওয়ায় এবং তার মাধ্যমে আরো দু’জন সংক্রমিত হওয়ায় বুধবার এ লকডাউনের ঘোষণা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের এক চিকিৎসক জানান, ১৪ এপ্রিল নেফ্রোলজির এক রোগীকে আইসিইউতে ভর্তি করা হয়। তিনি ৬৮ বছরের এক পুরুষ। চিকিৎসাধীন অবস্থায় তার শরীরের করোনা পজিটিভ ধরা পড়ে। পরে তার দ্বারা ওই বিভাগে চিকিৎসাধীন আরো দুই রোগী আক্রান্ত হন। এদের মধ্যে একজন ৭৫ বছরের এক পুরুষ ও ৫৯ বছরের এক নারী রয়েছেন। বুধবার আক্রান্ত দুই রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

পরে তাদের জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আপনার চিকিৎসার জন্য যোগাযোগ করা হবে। নিজেকে পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা করে রাখুন এবং অন্য রুমে থাকুন।

হাসপাতালের আইসিইউ লকডাউনের কথা স্বীকার করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ।

তিনি দেশ রূপান্তরকে বলেন, করোনার সংক্রমণ দেখা দেওয়ায় ওই বিভাগ লকডাউন করা হয়েছে। ওই রোগীদের সান্নিধ্যে যারা গেছেন, তাদেরও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here