ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে ডাক্তারসহ ৭ জনের করোনা শনাক্ত

0
0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চিকিৎসা দেওয়া চিকিৎসক ও স্টাফসহ ৭ জন নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। আজ বুধবার (২২ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল আলম স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে এক নারী চিকিৎসক ও আরেকজন পুরুষ চিকিৎসক এবং ৩ জন স্টাফ রয়েছেন। আর বাকী ২ জন হলেন- গত ৭ এপ্রিল ভারত থেকে এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকা ব্যক্তি। এ নিয়ে উপজেলায় আগের ২ জনসহ ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

আশরাফুল আলম স্বপন বলেন, নারী ডাক্তারসহ দুজন ডাক্তার ও ৩ জন স্টাফ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। তারা চিকিৎসা দিতে গিয়ে করোনা রোগীর সংস্পর্শ এসে আক্রান্ত হন। আর বাকী দুজন ভারত থেকে ফেরত এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন।

তিনি আরো জানান, দুই চিকিৎসকসহ ৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হলে আজ বুধবার দুপুরে তাদের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। তাদের সবাইকে আইসোলেশনে রাখা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here