বিশ্বে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ৭৭ হাজার ৬৪১ জন

0
0

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বুধবার বাংলাদেশ সময় ৯ টার পর দেখা যায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ৭৭ হাজার ৬৪১ জন। মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫৭ হাজার ১৮১ জন। সুস্থ হয়েছে ছয় লাখ ৯০ হাজার ৪৪৪ জন। এরমধ্যে ৫৭ হাজারের বেশি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।

গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ২৫৪ জন মানুষ। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬ লাখ ৮৮ হাজার ৭৫ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৫৭,২৫৪ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয় ২,৮০৪ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে মোট ৪৫,৩১৮ জনের। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লক্ষ ১৮ হাজার ৭৪৪ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৯২৩ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯২৫ জন।

এদিকে, স্পেনে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১,২৮২ জনের। আর, গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৩০ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ২ লক্ষ ৪ হাজার ১৭৮ জন। মোট সুস্থ হয়েছেন ৮২ হাজার ৫১৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬৮ জন।

অন্যদিকে, ইতালিতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২৪,৬৪৮ জনের। আর আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৯৫৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫১ হাজার ৬০০ জন। আর গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭২৯ জন।

এ ছাড়া, ফ্রান্সে গত ২৪ ঘন্টায় ৫৩১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ২০,৭৯৬ হন। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৫৮ হাজার ৫০ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ১৮১ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২,৬৬৭ জন।

উল্লেখ্য, চীনের উহান থেকে শুরু হওয়া করোনার আগের দিনের মতো গত ২৪ ঘন্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আর, নতুন আক্রান্ত হয়েছেন ১১ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮২,৭৫৮ জন ও মৃতের সংখ্যা ৪,৬৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ১২৩ জন।

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩,৩৮২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here