ইতালিতে ১৫টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশি যুবক গ্রেপ্তার

0
0

ইতালিতে চাঞ্চল্যকর গাড়ি পুড়ানোর ঘটনায় বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানের পুলিশ। তার বিরুদ্ধে বেশি কয়েকটি প্রাইভেট গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে।

২২ বছর বয়সী ওই যুবক করোনা বিধ্বস্ত লোম্বারদিয়া বিভাগে চলমান লকডাউন রেডজোনে মরুভূমির নিস্তব্ধতার মধ্যে রাতের অন্ধকারে মিলানের বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কয়েকদিন ধরেই চোরাগুপ্তা স্টাইলে একের পর এক গাড়িতে অগ্নিসংযোগ করে আসছিলো।

জানা গেছে, মিলান বিশ্ববিদ্যালয় এলাকায় এপ্রিলের শুরু থেকেই রাস্তার পাশের পার্কিংয়ে রাতে একের পর এক রহস্যজনক অগ্নিকাণ্ডে গাড়ি পুড়ে যাবার ঘটনা ঘটতে থাকলে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। গাড়িতে কৃত্তিমভাবে আগুন লাগানোর বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর অপরাধীকে হাতেনাতে ধরতে মরিয়া হয়ে উঠে মিলান পুলিশের বিভিন্ন স্পেশাল ইউনিট।

এরই ধারাবাহিকতায় সাদা পোশাকে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নজরদারি বসায় মিলান পুলিশ। রাত দেড়টায় নোয়ে রোড থেকে আসা এক যুবকের হঠাৎ আনাগোনা নজরে আসে অপারেশন টিমের। ওই যুবক পেট্রোল ভেজা কাপড় ব্যবহার করে রে বেরনিনি স্কয়ার পার হয়ে ফিলিপ্পিনো লিপ্পি রোডে পার্ক করা একটি রেনাল্ট কেপচার এবং পাশের ভোলভো-৭০ গাড়িতে বারুদের বেগে আগুন লাগিয়ে দেয়। ওই সময় সাদা পোষাকধারী পুলিশ চারদিক থেকে একযোগে ঝাঁপিয়ে পড়লে দৌড়ে পালাতে পারেনি বাংলাদেশি ‘সিরিয়াল আগুন সন্ত্রাসী’।

গ্রেপ্তারের সময় অপরাধীর হাতে থাকা পের্টোল এবং পকেট থেকে ২টি ম্যাচলাইট উদ্ধার করে পুলিশ। একের পর এক গাড়িতে আগুন কেন লাগিয়েছে তার কোনো উত্তর দিতে পারেনি বাংলাদেশি যুবক। আইনগত বাধ্যবাধকতার কারণে আগুনসন্ত্রাসীর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

অবৈধভাবে বসবাসকারী এই বাংলাদেশির বিরুদ্ধে আগে থেকেই রোম ও মিলানের পুলিশ অফিস থেকে দুই দফায় ইতালি ছাড়ার বহিষ্কারাদেশ ছিলো বিভিন্ন অপরাধে। ১৪ মাসের কারাদণ্ড মাথায় নিয়ে জামিনে বাইরে থেকে সে সর্বশেষ অপকর্মটি ঘটালো হাজার হাজার বাংলাদেশি অধ্যুষিত মিলান শহরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here