সুনামগঞ্জে টিসিবির পণ্যের মোড়ক বদলে মজুদ, ডিলার আটক

0
0

সুনামগঞ্জের জগন্নাথপুরে টিসিবির পণ্য অবৈধভাবে মোড়ক পরিবর্তন করে মজুদ করার সময় ১৯৬ বোতল তেল ও ৭৩ বস্তা চিনিসহ এক ডিলারকে আটক করেছে উপজেলা প্রশাসন।

আটক নোমান হোসেন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ গ্রামের হাজী হালিম উল্লাহর ছেলে। তিনি জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর বাজারে টিসিবির পণ্য মজুদ করে মোড়ক পরিবর্তন করে কালোবাজারে বিক্রির চেষ্টা করছে- এমন খবর পেয়ে জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে আলীপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় সেখানে টিসিবির ডিলার নোমান হোসেন ও তার কর্মচারীদেরকে টিসিবির ন্যায্যমূল্যের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মোড়ক পরিবর্তন করার সময় হাতেনাতে তাকে ধরা হয়।

এ সময় তার কাছ থেকে পুষ্টি ব্র্যান্ডের সয়াবিন তেল ৪৯ কার্টুনসহ মোট ১৯৬ বোতল তেল এবং ৫০ কেজির ৭৩ বস্তা চিনি উদ্ধার করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চেীধুরী প্রমুখ।

জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত জানান, ঐ ডিলার টিসিবির পণ্য গোডাউনে মজুদ করে মোড়ক পরিবর্তন করে কালোবাজারে বিক্রি করার চেষ্টা করছিলেন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here